Khoborerchokh logo

মুজিব শতবর্ষ উপলক্ষে চরযশোরদী ইউনিয়ন এ বঙ্গবন্ধু পাবলিক লাইব্রেরির শুভ উদ্বোধন । 314 0

Khoborerchokh logo

ছবি -জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান

জামাল লস্কর ফরিদপুর থেকে
গতকাল ২ রা মার্চ জাতীয় পতাকা উত্তোলন দিবসে ১নং চরযশোরদী ইউনিয়ন পরিষদে এসে বঙ্গবন্ধু বর্ষ উপলক্ষে চরযশোরদী ইউনিয়ন এর বঙ্গবন্ধু পাবলিক লাইব্রেরির শুভ উদ্বোধন করলেন ও আমাদের ধন্য করলেন বিভাগীয় কমিশনার মুস্তাফিজুর রহমান মহোদয়।
এই সময় বিভাগীয় কমিশনার মহোদয় বলেন "বাংলায় (বাংলাদেশে) আপনারা মহৎ ও স্বউদ্যোগ গ্রহন করুন তা বাস্তবায়িত হয়ে যাবে, যত টাকাই লাগুক না কেন ? তা কোন না কোন ভাবে হয়েই যাবে । 



 ১নং চরযশোরদী ইউনিয়নেই প্রথম বঙ্গবন্ধু পাবলিক লাইব্রেরীর শুভ উদ্বোধন হলো।

জনপ্রিয় নেতা শাহদব আকবর চৌধুরী লাবু ভাইয়ের বারবার দেয়া উন্নয়ন মুখি বক্তব্যের ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বঙ্গবন্ধুর স্বপ্নপূরণের চলমান উন্নয়নের একটি জ্বলন্ত উদাহরণঃ
"প্রতিটি ইউনিয়নে বঙ্গবন্ধু পাবলিক লাইব্রেরী স্থাপন হচ্ছে এবং আমাদের আদর্শ বৃহত্তর ইউনিয়ন, ১ নং চরযশোরদী ইউনিয়নেই প্রথম বঙ্গবন্ধু পাবলিক লাইব্রেরীর শুভ উদ্বোধন হলো।
 ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।
ধন্যবাদ মাননীয় সংসদ উপনেতা জীবন্ত কিংবদন্তি সৈয়দা সাজেদা চৌধুরী ।
জয় বাংলা
জয় বঙ্গবন্ধু


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com